• Aug 14, 2018 from 11:00am to 12:00pm
  • Location: Dhaka
  • Latest Activity: Mar 27, 2021

ডেইলি২৪বিডি-

ঢাকাঃ না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের কিংবদন্তিতূল্য সাংবাদিক ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার। সোমবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

এর আগে, ওই হাসপাতালে সোমবার বিকাল ৫টায় লাইফ সাপোর্টে নেয়া হয় গোলাম সারওয়ারকে। উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। পরদিন সকালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যুতে দেশের সাংবাদিক মহলে শোকে ছায়া নেমে এসেছে।

E-mail me when people leave their comments –

You need to be a member of NeoLatino Tv to add comments!